ইমাম মাহাদীর আহমন ও বিশ্ব জয়ে ইসলামি শাসনতন্ত্র কায়েম- ইসলামি জিজ্ঞাসা

চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করুন।
************************


আমাদের সবার আশা ইমাম মাহদির দলে যোগ দেওয়ার কিন্তু ইমাম মাহদির দলে যোগ দেওয়া যত সহজ হবে তার চেয়ে হাজারগুন কঠিন হবে স্বপ্নের নায়ক ইমাম মাহদিকে চেনা। হাদিসে আছে খোরাসানের কালো পতাকাবাহী দল হবে ইমাম মাহদির প্রধান সেনাবাহিনী। আমরা যদি খোরাসানের কালো পতাকাধারী দলকে না চিনি তাহলে ইমাম মাহদির দলে যোগ দিব কিভাবে? আসুন সহীহ হাদিস দ্বারা চিনে নিই বরকতময় কালো পতাকাবাহী দল কারা!!! হযরত ছওবান (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা দেখবে, কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও। কেননা, তাদেরই মাঝে আল্লাহর খলীফা মাহদি থাকবে”।
(মুসনাদে আহমাদ, খণ্ড ৫, পৃষ্ঠা ২৭৭; কানজুল উম্মাল, খণ্ড ১৪, পৃষ্ঠা ২৪৬; মিশকাত শরীফ, কেয়ামতের আলামত অধ্যায়)
এই হাদিসটি ইমাম তিরমিযী রহঃ, ইমাম আহমদ রহঃ, এবং ইবনে মাযাহ রহঃ বর্ণনা করেছেন।
১) আল্লামা বুসরী রহঃ বলেন, এটি সহীহ সনদ এবং বর্ণনাকারী নির্ভযোগ্য।

২) আল্লামা নাসিরুদ্দীন আলবানী রহঃ বলেন, এই হাদিসটির অর্থ সহীহ। তবে “তিনি আল্লাহর খলিফা মাহাদি” কথাটি ছাড়া। এর সনদ হাসান।[সিলসিলাতুল আহাদিযিস যায়িফা ওয়ালা মাউযুআহ]

৩) ইমাম আল বাযযার (রাহ) এটি বর্ণনার পর বলেন সনদটি সহিহ

৪) ইমাম হাকিম (রাহ) এটি বর্ণনার পর বলেন শায়খান (ইমাম বুখারি ও মুসলিম) এর শর্তে সনদটি সহিহ

৫) আল্লামা ইবন কাছির (রাহ) বলেন এই সনদটি শক্তিশালী সনদ

ইমাম ইবন কাছির (রাহ) এই হাদিছ সম্পর্কে বলেন

এই কালো পতাকা ঐ পতাকা নয় যে পতাকা আবু মুসলিম খুরাসানি বহন করেছিল আর বানু উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে ছিল ১৩২ হিঃ তে বরং এই পতাকা বহন করবে ইমাম মাহদি এবং তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আলাউই আল ফাতিমি আল হাসানি (রহিঃ) আল্লাহ কতৃক হিদায়ত প্রাপ্ত হবেন এক রাতে। যার মানে তিনি ক্ষমা প্রাপ্ত হবেন এবং সফল হবেন এবং বুঝ দান করবেন এবং হিদায়ত প্রাপ্ত হবেন যেমনটি তিনি পূর্বে ছিলেন না। এবং পূর্ব দিকের লোকেরা তার পিছনে এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসবে এবং খিলাফা প্রতিষ্ঠা করবেন এবং খুটিগুলো শক্ত করবেন এবং তাদের পতাকা হবে কালো। (আল বিদায়া ওয়ান নিহায়া পৃঃ ৪৪)

তিনি আরো বলেন, কালো ঝাণ্ডাবাহীরা সেসব লোক হবে, যারা ইমাম মাহদির সঙ্গে থাকবেন। ইমাম মাহদির নিজস্ব ঝাণ্ডাও কালো হবে। কেননা রাসুল (সাঃ) এর ঝাণ্ডাও কালো ছিল, যাকে উকাব বলা হত। খালিদ বিন ওয়ালিদ (রাঃ) তা পূর্ব দামেস্কের “সানিয়্যাহ” নামক স্থানে স্থাপন করেছিলেন।

৬) ইমাম আয যাহাবী (রাহ) ও ইমাম সুয়ুতী (রাহঃ) বলেন সনদটি সহিহ

৭) ইমাম কুরতুবী (রাহ) বলেন সনদটি সহিহ (তাজকিরাহ ১২০১)

৮) ইমাম বুসাইর (রাহ) বলেন সনদটি সহিহ (মিসবাহ আয যায্ ৩/২৬৩)

৯) ইমাম সিন্দী (রাহ) বলেন সনদটি বিশ্বত, ইমাম হাকিম (রাহ) কতৃক বর্ণিত এবং বলেন সনদটি সহিহ (ইমাম বুখারি ও মুসলিম (রাহ)) এর শর্তে (যাওয়াইদ ই ইবনে মাযাহর এই হাদিছের নিচে)

১০) শায়খ হামুদ বিন আব্দুল্লাহ আত তুয়াইজিরি (রাহ) কৃতক তাহক্বিক (ইনফাক আল জামায়াহ
বিমাযা ফি আল ফিতান ওয়াল মাহুম ওয়া শরিীয়াত আশ সা’আ ২/১৮৭)

১১) শায়খ যুবাইর আলি জাঈ বলেন এটি দুর্বল মারফু সনদ কারণ সুফিয়ান সাওরী এখানে মুদাল্লিছ এবং বর্ণনা করেছেন একজন থেকে, কিন্তু তিনি (সুফিয়ান সাওরী) বলেছেন হাদিছটি মারফু। মারফু হওয়ায় হাদিছটি হাসান নিতাযিহি। (আল হাদিছঃ ৮০: পৃঃ ০৬)

তিনি আরো বলেন বুসাইর (রাহ) কতৃক তাহক্বিক এবং (ইমাম বুখারি ও মুসলিম) এর শর্তে সনদটি

সহিহ ৪/৪৬৩ এবং ৫০২। আয যাহাবী (রাহ) তার সাথে একমত, তাহক্বিক ইবন কাছির (রাহ) (টিকাঃ ইবন মাযাহঃ ৪০৮৪)
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, একদা আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে উপস্থিত ছিলাম। উনি বলতে ছিলেন,“ঐ দিক থেকে একটি দল আসবে (হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইশারা করলেন)।, তারা কালো পতাকাবাহী হবে। তারা সত্যের (পূর্ণ ইসলামী শাসনের) দাবী জানাবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। দুইবার বা তিনবার এভাবে দাবী জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা (ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব) আমার পরিবারস্থ একজন লোকের (ইমাম মাহদির) হাতে সোপর্দ করে দিবে। সে জমিনকে ন্যায় এবং নিষ্ঠার মাধ্যমে ভরে দিবে, ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে
যদি কেউ ঐ সময় জীবিত থাকো, তবে অবশ্যই তাদের দলে এসে শরীক হয়ে যেও – যদিও বরফের উপর কনুইয়ে ভর দিয়ে আসতে হয়”। (আবু আ’মর আদ দাইনিঃ ৫৪৭, মুহাক্কিক আবু আবদুল্লাহ সাফেঈ হাদিসটিকে সহীহ বলেছেন)
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে বের হবে, তখন কোন বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় (বাইতুল মুকাদ্দাসে) উত্তোলন করা হবে (খেলাফত প্রতিষ্ঠা করবে)”। (সুনানে তিরমিজি, হাদিস নং ২২৬৯; মুসনাদে আহমাদ, হাদিস নং ৮৭৬০) "হযরত হাসান (রাঃ) হতে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরিবারস্থ (আহলে বাইত) লোকদের উপর আশু বিপদাপদের বর্ণনা দিচ্ছিলেনঃ "শেষ পর্যন্ত আল্লাহ পাক পূর্বদিক থেকে কালো পতাকাবাহী লোকদেরকে পাঠাবেন। যারা ঐ কালো পতাকাবাহী লোকদেরকে সাহায্য করল, আল্লাহ তায়ালাও তাকে সাহায্য করবেন। যে তাকে ছেড়ে দিল, আল্লাহ তায়ালাও তাকে ছেড়ে দেবেন। তারপর ঐ কালো পতাকাবাহী দল এমন এক ব্যক্তি (ইমাম মাহদি) এর কাছে আসবে – যার নাম আমার নামের মতো হবে। তারা ঐ ব্যক্তি (ইমাম মাহদি) এর উপর শাসনব্যবস্থার দায়িত্ব সোপর্দ করবে। সুতরাং, আল্লাহ তায়ালাও তাদেরকে সহযোগিতা করবেন”। ইবনে মাযাহ।
খোরাসান কিংবা পূর্ব দিক বলতে এখানে আফগানিস্থানকে বুঝানো হয়েছে। আর আফগানিস্থানে বর্তমানে কারা কালো পতাকাবাহী তা মনে হয় কারো না বুঝার কথা না।আলহামদুলিল্লাহ এই বরকতময় দলটি বর্তমানে আফগানিস্তানের একটি দল। ইমাম মাহদির বাহিনীতে যোগ দিতে চাইলে খোরাসানের কালো পতাকাবাহীদের অনুসরণ করতে হবে।এরপরও যদি আপনারা বলেন কালো পতাকা সম্পর্কিত হাদিসগুলি জাল কিংবা ইমাম মাহদির বাহিনী কোনটি তা না চিনেন তাহলে আপনাদের সাথে তর্ক করা মানে বৃথা সময় নষ্ট করা।
ছবি প্রতিকী।

Comments

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা