মনযে আমার ছুটে যেতে চায় আল-আকসার ও পানে,
যেথায় আমরা মুসলিম ভাইরা লড়ছে মনে প্রানে।
মুসলিম উম্মাহর প্রথম কিবলা, পবিত্র তার মাটি,
সেথায় যারা বিলোচ্ছে প্রান, তারাই তো ভাই খাটি।

রক্ষা করতে মসজিদ মোদের অকাতরে খাচ্ছে মার,
তরবারির শানের চেয়েও ঈমান তাদের অধিক ধার!
মারছে মোদের লাখোলাখো,পেয়ে পশ্চিমা আস্কারা,
মিডিয়া তাদের পোষা গোলাম, সত্য লুকায় যাচ্ছে তারা।
ইহুদি নাসার একজোট আজ, করতেছে পায়তারা,
পাতছে ফাদঁ সব নতুন নতুন, করতে ঈমান হারা।
রোজা নামাজ মোনাজাতেই যদি খাটি মুসলিম হয়!
রাসুল কেনো যুদ্ধ করে করলো সারা ভূবণ জয়? (সাঃ)
জেরুজালেম পুণ্যভূমি, ইতিহাসের কথা!
কতোশতো স্মৃতি সেথায় ইট-পাথরে গাথা।
অগণিত নবী-রাসুল দিলো মাবুদ তাদের তরেই,
জাতি তারা বড্ড খারাপ, বোধ হলোনা রইলো ঘোরেই।
খোদার বিচার বড়োই কঠিন , একদিন তারা বুঝবে ঠিক,
মাফ পাবেনা কেদেও সেদিন, ছুটবে শুধু দিক বেদিক।
রাসুল মোদের মিরাজে গেলো, পা দিয়ে সেই মাটিতে,
সোনার চেয়ে মাটি তাহার বহু গুণে খাটি যে!
আদম থেকে সুলাইমান কিংবা ঈসা নবী এলো!(pbut)
বেঈমান এ ইহুদিরা তবুওনা সুপথ পেলো।
শেষে এসে কব্জা করলো যারা দিলো আশ্রয়,
পরকালের ঈমান নেই, করলোনা খোদায় ভয়।
মারলো যুবক মারলো নারী, আরো মারলো দুধের শিশু।
মানুষ নয় পাষাণ ওরা, হায়নার ন্যায় নিকৃষ্ট পশু।
আল আকসা মোদের ভূমি, জেরুজালেম হবেই জয়!!!
ইসলামের এই পতাকাটি, ছড়িয়ে যাবে বিশ্বময়।
খোদার উপর বিশ্বাস রেখে দিচ্ছে প্রান হেসে হেসে,,,,
জয় হবে তাওহীদেরই, যুদ্ধ করে বেলা শেষে।
ইনশাআল্লাহ
প্রবাস কবি ও আমাদের লিখা সমগ্র
এডমিনের সাথে যোগাযোগ
Comments
Post a Comment