- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। ইসলামের অত্যাবশকীয় বিষয় সম্পর্কে কুরআন ও সহীহ হাদিসের আলোকে এবং তার রেফারেন্সসহ আলোচনা সকল মুসলিম ভাইবোনদের কাছে পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার একটু সহযোগিতা পেলে এটি আরোও পূর্ণাঙ্গ রুপে প্রকাশ হবে ইনশাআল্লাহ। আমাদের প্রচেষ্টা শুধু আপনাদের কাছে শুদ্ধ ইলম ও আমলের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া। কারন "প্রত্যেকটি বিদ'আত ই ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার পরিনাম জাহান্নাম " আমাদের পূর্বপুরুষদের অনেক আমই এক্ষেত্রে অকার্য
ফেসবুকে কাদের বন্ধু বানাবেন?
১- যাদের থেকে শিখতে পারবেন, তাদেরকে অবশ্যই বন্ধু বানাবেন। (সুরা নাহাল ১৬/৪৩; বুখারী হা/৭৫৭;৮৯৩;১৩৮৫)
২- যাদেরকে শিখাতে পারবেন, তাদেরকে সাথে রাখাবেন। (সূরা যারিয়াত ৫১/৫৫)
কারণ, হাদীস অনুসারে ‘দুনিয়া অভিশপ্ত ও তাতে যা আছে তাও অভিশপ্ত, তবে যদি আল্লাহর স্মরণ ও তার সাথে সম্পৃক্ত অথবা আলেম বা তালেবে ইলম হয়। (সুনান ইবনু মাযাহ হা/৩৩৩৬)
৩- যাদের সাথে থাকলে ঈমান বাড়বে। (সুরা তাওবা : ৯/১২৪-১২৫, সুরা আহযাব : ৩৩/২২; সুরা কাহফ :১৮/ ১৩)
৪- যাদের সাথে থাকলে আখেরাতে আপনার কাজে লাগবে বলে আপনার বিশ্বাস হবে।
(সুরা মায়েদা ৫/৫৫; সুরা ফাতাহ ৪৮/২৯; সুরা হাসর ৫৯/১০)
কাদেরকে সাথে না রাখা দরকার?
১- যারা নিজেরা আলেম নয় অথচ আলেমদের পিছনে লেগে থাকে। (সুরা বাকারাহ ২/১১-১২)
২- যারা আপনার চেয়ে অজ্ঞ, অথচ আপনাকে শিখাতে চায়। (বুখারী ১০০, মুসলিম ২৬৭৩; মিসকাত হা/২০৬)
৩- যারা আপনার সাধারণ দোষ ত্রুটিকে বড় করে দেখাতে পছন্দ করে। (সুরা হুমাযাহ ১)
৪- যারা আপনার সাথে ফিকহী বিষয় অথবা মত পার্থক্যের স্থানে আপনার জন্য ওযর দেখে না। (সুরা নাহাল ১৬/১০৬)
৫- যারা বিদ‘আতের দিকে আহ্বানকারী; অর্থাৎ আকীদার মৌলিক বিষয়ে আপনার কথা শুনার মত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। (মিশকাত হা/১৪৭)
৬- যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধা করে না।। (সুরা হুজুরাত ৪৯/৬)
৭- যারা কোনো শাইখের ভালোবাসায় অন্ধ। (সুনানুল কুবরা বায়হাকী হা/২১৩৬)
৮- যারা দলের অনুসরণে অন্ধ। (সুরা রুম ৩০/৩০-৩১)
৯- যারা আপনার কাছে অন্য আলেমের গীবত করে বেড়ায়। (সুরা হুজুরাত ৪৯/১২)
১০- যারা ক্রস-ফতোয়া তালাশ করে বেড়ায়। (সুরা কাসাস ২৮/৫০ সুরা ফুরকান ২৫/৪৩)
সংযুক্ত :
১১- যারা অনার্থক ইসলামের সমালোচনা করে। নাস্তিক এবং খ্রীষ্টান মিশনারি (সূরা আনআম ৬/৬৮ ; সুরা নিসা ১৪০)
১২- সাধারণ মুসলিমদের জন্য ভ্রান্ত ফিরকার অনুসারিদের যেমন শিয়া, মুতাজিলা, খারেজি, কাদিয়ানী, হিজবুত তাওহিদ, আহলে কুরআন এদের কে বন্ধু না বানানো। (সুরা আনাম ৬/১৫৩; ১৫৯; সুরা নিসা ৪/৫৯-৬৩)
১৩- পুরুষদের জন্য অপ্রয়োজনীয় নারী বন্ধু বানানো। এবং নারীদের জন্য অপ্রয়োজনীয় পুরুষ বন্ধু বানানো থেকে দুরে থাকতে হবে। (সুরা বাণীইসাঈল ১৭/৩২; সুরা নুর ২৪/১৯; সুনান তিরমিজি হা/১১৭১; মিশকাত হা/১৩১৮)
সংকলনঃ আসলাম শেখ টনি
_______________________
লেখক : শাইখ ড.আবু বাকর মুহাম্মদ জাকারিয়া
তাখরীজ : ব্রাদার রাহুল হোসেন -রুহুল আমিন
তারিখ : ১৭ ডিসেম্বর ২০২০
সময় : সন্ধ্যা ০৫:৫০ (বৃহস্পতিবার)
সংগ্রহীত
Comments
Post a Comment