ইবাদাতে ধীর স্থিরতা অবলম্বন ও তার গুরুত্ব - Habibur Rahman

*** ইবাদাতে ধীর-স্থিরতা অবলম্বন করুন ***

*** সালাত,ইলম শিক্ষা তথা অন্যান্য ইবাদতে ধীর-স্থিরতা ও গাম্ভীর্যের সাথে গিয়ে যোগদান করাই উত্তম।

*** মহান আল্লাহ তা‘আলা বলেন,
“কেউ আল্লাহর (দ্বীনের) প্রতীকসমূহের সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাক্বওয়া (সংযমশীলতা)রই বহিঃপ্রকাশ।”

সূরা হজ্জ্ব ৩২


*** আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত,তিনি বলেন,
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে,
‘‘যখন নামাযের জন্য ইক্বামত (তাকবীর) দেওয়া হয় তখন তোমরা তাতে দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকরূপে হেঁটে আসবে।
তারপর যতটা নামায (ইমামের সাথে) পাবে, পড়ে নেবে।
আর যতটা ছুটে যাবে, ততটা (নিজে) পূরণ করে নেবে।’’

বুখারী,মুসলিম,
তিরমিযি,নাসায়ী,আবু দাউদ,
ইবনু মাজাহ,আহমদ,মুওয়াত্তা মালিক,দারেমী।

*** অন্য এক বর্ণনায় এ কথা বেশি আছে,
‘‘কারণ তোমাদের কেউ যখন নামাযের উদ্দেশ্যে যায়, সে আসলে নামাযেই থাকে।’’ (মুসলিম)

*** ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত,
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আরাফার দিনে (মুযদালিফা) ফিরছিলেন।
এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে (উটকে) কঠিন ধমক ও মারধর করার এবং উঁটের (কষ্ট) শব্দ শুনতে পেলেন।

তৎক্ষণাৎ তিনি তাদের দিকে আপন চাবুক দ্বারা ইশারা করে বললেন, ‘‘হে লোক সকল! তোমরা ধীরতা ও স্থিরতা অবলম্বন কর।
কেননা, দ্রুত গতিতে বাহন দৌড়ানোতে পুণ্য নেই।’’

বুখারী,মুসলিম(কিছু অংশ)
নাসায়ী,আবু দাউদ, আহমদ।


আসুন! ইবাদাতের সকল ক্ষেত্রে 4G গতি, 5G গতি পরিহার করি, ধীর-স্থিরতা অবলম্বন করি আর এটাই পূণ্যময়।

*** আল্লাহ সকলকে-ই সঠিক বুঝার তৌফিক দান করুক।(আমীন)

>> Habibur Rahman <<

Comments

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা