ওয়াজের নামে কেচ্ছা-গিবত! সব বক্তার ওয়াজ শুনা যাবেকি? - Habibur Rahman

সব বক্তার বয়ান শোনা যাবে কি না? এসব নিয়ে আলোচনা এবং সত্য প্রকাশ Habibur Rahman 


*** যুগ যুগ ধরে মিথ্যা, বানোয়াট , অসত্য , গল্প / কাহিনী , মনগড়া , কিস্সা, শরিয়ত বিরোধী কারামত বর্ণনা ও পীরতন্ত্রবাদী বয়ান শুনতে শুনতে জাতি আজ বড়ই ক্লান্ত হয়ে পড়েছে !

*** পবিত্র কুরআন ও হাদিসের মনগড়া তাফসীর, ব্যাখ্যা ও মিথ্যা আবেগ ছড়ানো হয়েছে এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত !

*** ধর্মীয় মাহফিলের নামে বসানো হয়েছে গানের আসর ! বিনোদন ! হাস্যকর নাট্যমঞ্চ ! এ যেনো বিসমিল্লাহ বলে মদের বোতল থেকে মদ পান করা ! ইসলাম ধর্মকে একটি তামাশায় রূপান্তরিত করার অপচেষ্টা চলছে অত্যন্ত ঠান্ডা মাথায় ! বুঝে/ না বুঝে জাহালাত ও অজ্ঞতায় পরিপূর্ণ করে দেয়া হলো পুরো সমাজ ! একটি বিরাট সংখ্যার উম্মত অন্ধ / ধর্মান্ধ হয়ে এদের পেছনে ছুটছে ! এদেরকে অনুসরণ করে চলেছে ! এদের ভন্ডামিগুলোকে দ্বীন/ ধর্ম বলে বিশ্বাস করে নিয়েছে !

*** বড় আফসোস লাগে । তবুও থেমে থাকা যাবেনা । সাধ্যানুযায়ী সত্য- মিথ্যা জাতির সামনে তুলে ধরতে হবে । নতুবা পরকালে আমার জন্যেও ভয় আছে ।

*** সাম্প্রতিক কালের “ করোনা” পজিটিভ থেকে কিছু সময়ের জন্য হলেও ভন্ডামি বয়ানগুলো হতে জাতি নিরাপদে ছিলো ! এই “ করোনা” জাতিকে অনেক শিক্ষা প্রদান করেছে । কিছু সংখ্যক ব্যাতীত অধিকাংশই বুঝেনা !

*** কোন্ ধরণের বয়ান শুনবেন ?

*** যে আলেম শুধুমাত্র পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিস বর্ণনা করেন, তাঁর বয়ানই শুনুন । যাঁর বয়ানের মধ্যে কুরআন- হাদিস ছাড়া আর কিছুই নেই, তাঁর বয়ান শুনুন । যাঁর বয়ানের মধ্যে খোলাফায়ে রাশেদীন রা:, সাহাবীগণ রা:, তাবেঈনগণ রা: , ইমামগণ রহ: ও বিশ্বখ্যাত মুহাদ্দিস ও ফক্বীহদের বক্তব্য পাওয়া যায়, তাঁদের বয়ান শুনুন ।

*** যাঁর বয়ানের আপাদমস্তক হচ্ছে পীরতন্ত্রবাদ, মনগড়া ও শোনা কিস্সা কাহিনীতে ভরপুর ! কাদেরীয়া, চিশতিয়া ইত্যাদি ভন্ডামিতে পরিপূর্ণ ! হাস্যকর ও শ্রোতাদেরকে হাসানোর দায়িত্ব প্রাপ্ত ! বিনোদন ! গানের আসর ! সাধারণ পাবলিকের আবেগকে পূঁজি করে মাল কামানোর ধান্দায় নিবেদিত , এসব পথভ্রষ্ট মৌ- লোভীদের বয়ান শুনবেন না । অন্যথায় ঈমান- আক্বীদা সম্পূর্ণ বর্বাদ হয়ে যাবে !

*** কোন্ আলেম কুরআন- হাদিসের কথা বলেন আর কোন্ আলেম বানোয়াট কাহিনী বলে বেড়ায় , তা’ নিজ দায়িত্বে চিনে নিন ।

*** মহানবী সা: বলেছেন
.... يبيع دينه لعرض الدنيا

“ এক শ্রেণীর মানুষ দুনিয়ার বিনিময়ে ধর্ম বিক্রি করে দেয় ।”

ছহীহ মুসলিম
সুনানে তিরমিযি

*** মহানবী সা: বলেছেন “ পথভ্রষ্ট আলেমদেরকে আমি দাজ্জালের চেয়েও অধিক ভয় করি ।”

মুসনাদে আহমাদ ২০৩৩৫

*** মহানবী সা: বলেছেন “ নেতা/ উপনেতা, দাম্ভিক, ধোঁকাবাজ লোক ছাড়া আর কেউ কিস্সা- কাহিনী বর্ণনা করেনা ।”

সুনানে আবু দাউদ ৩৬২৪

*** মহানবী সা: বলেছেন “ যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তাঁর জন্য ধ্বংস , তাঁর জন্য ধ্বংস , তাঁর জন্য ধ্বংস ।”

সুনানে আবু দাউদ ৪৯৯০

*** মহানবী সা: বলেছেন “ যে ব্যক্তি কুরআনের ভেতরে নিজের মনগড়া অভিমত প্রদান করে, সে নিশ্চিত জাহান্নামী “ ।

সুনানে তিরমিযি ২৯৫১
সুনানে নাসাঈ ১০৯/১১০
মুসনাদে আহমাদ ২০৬৯, ২৪২৯,২৯৭৬,৩০২৫.

*** মহানবী সা: বলেছেন “ কুরআনের ভেতরে নিজের মতামত পেশ করতে গিয়ে তা’ সঠিক হলেও তবুও সে ভুল করেছে ।”

সুনানে তিরমিযি ২৯৫২
সুনানে আবু দাউদ

*** অতএব, সতর্ক থাকুন । যাঁর তাঁর বয়ান গ্রহণ করবেন না ।

MQM Saifullah Mehruzzaman
প্রকাশনা - আসলাম শেখ টনি

Comments

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা