ছবি অঙ্কনকারী বা চিত্র শিল্পীদের পরিণাম সম্পর্কে বোখারি ও মুসলিম হাদিসের বানী; ইসলামি জিজ্ঞাসা

 ছবি অঙ্কনকারী বা চিত্র শিল্পীদের পরিণাম সম্পর্কে বোখারি ও মুসলিম থেকে কয়েকটি হাদীস তুলে ধরছি 



*** আবু হুরায়রা রা. থেকে বর্ণিত , রাসূল (সাঃ) এরশাদ করেছেন,


‘‘আল্লাহ তাআলা বলেন, ‘তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। তাদের শক্তি থাকলে তারা একটা অনু সৃষ্টি করুক অথবা একটি খাদ্যের দানা সৃষ্টি করুক অথবা একটি গমের দানা তৈরী করুক।’’

(বুখারি,মুসলিম)


***আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন,

‘‘কেয়ামতের দিন সবচেয়ে শাস্তি পাবে তারাই যারা আল্লাহ তাআলার সৃষ্টির মতো ছবি বা চিত্র অঙ্কন করে।’’ 

(বুখারি,মুসলিম)


*** ইবনে আববাস রা. থেকে বর্ণিত , তিনি বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি,

‘‘প্রত্যেক চিত্র অঙ্কনকারীই জাহান্নামী। চিত্রকর যতটি [প্রাণীর] চিত্র এঁকেছে ততটি প্রাণ তাকে দেয়া হবে। এর মাধ্যমে তাকে জাহান্নামে শাস্তি দেয়া হবে।’’ 

(মুসলিম)


*** ইবনে আববাস রা. থেকে বর্ণিত,

‘‘যে ব্যক্তি দুনিয়াতে কোন [প্রাণীর] চিত্র অঙ্কন করবে, কিয়ামতের দিন তাকে ঐ চিত্রে আত্মা দেয়ার জন্য বাধ্য করা হবে। অথচ সে আত্মা দিতে সক্ষম হবে না।’’

(বুখারি ও মুসলিম)


*** রাসুল (সাঃ) ছবি মুর্তি, চিত্র অংকন, উঁচু কবর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন,


*** আবুল হাইয়াজ থেকে বর্ণিত , তিনি বলেন, আলী রা. আমাকে বললেন, ‘আমি কি তোমাকে এমন কাজে পাঠাবোনা, যে কাজে রাসূল (সাঃ) আমাকে পাঠিয়েছিলেন? সে কাজটি হচ্ছে, ‘তুমি কোন চিত্রকে ধ্বংস না করে ছাড়বে না। আর কোন উচু কবরকে [মাটির] সমান না করে ছাড়বে না।,

(মুসলিম)


Habibur Rahman 

সংকলনঃ আসলাম শেখ টনি

Comments

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা