আসমানী কিতাবের সংখ্যা ও তা নিয়ে কুরআন ও সহীহ হাদিসের আলোকে ব্যাখ্যা - ইসলামি জিজ্ঞাসা


*** সম্মানিত নবী - রসুল আ: ও আসমানী কিতাব সমূহের সংখ্যা নিয়ে ভ্রান্তি নিরসনে এ পোস্টটিতে মনযোগ দিলাম ।


*** ছোটবেলায় শুনতে পেতাম আল্লাহপাক ২ লাখ ২৪ হাজার কিংবা ১ লাখ ২৪ হাজার নবী- রসুল আ: পাঠিয়েছিলেন এবং কথাটি বিশ্বাস করতাম ! আমাদের কওমী হুজুররাও এ কথাটিই প্রচার করতেন ! এখন প্রশ্ন হলো “ এর সত্যতা কতোটুকু ? “

*** মুসনাদে আহমদ, সিলসিলা ছহীহা ২৬৬৮, ফাতহুল বারী ১০/১০৪, মিশকাত ৫৭৩৭, এ বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যে, মহানবী সা: বলেছেন “ আল্লাহপাক ১ লক্ষ ২৪ হাজার নবী- রসুল আ: পাঠিয়েছিলেন । “

এ হাদিসটি সম্পর্কে খ্যাতনামা আলেম শায়খ বিন বায রহ: বলেছেন “ এ হাদিসটি অত্যন্ত দূর্বল এবং অগ্রহণযোগ্য ।”

*** সম্মানিত শায়খ বিন বায রহ:’র মতের সংগে আমি শতভাগ একমত পোষণ করছি । কারণ পবিত্র কুরআন তাই বলেছে । আল্লাহপাক বলেন

و رسلا قد قصصنهم عليك من قبل و رسلا لم نقصهم عليك

“ হে নবী মুহাম্মদ সা: ! আমি ইতিপূর্বে কিছু রসুলদের আ: ব্যাপারে আপনাকে অবহিত করেছিলাম এবং কিছু রসুলদের আ: সম্পর্কে আপনাকে কিছুই জানাইনি ।”

সূরা আন নিসা ১৬৪

এ আয়াত থেকে বুঝা গেলো যে, সকল নবী/ রসুলদের আ: ব্যাপারে মহানবী সা: জানতেন না এবং তাঁকেও জানানো হয়নি । এই না জানা অবস্হায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন । সুতরাং তিনি নবী- রসুলদের আ: সংখ্যা সম্পর্কে কিভাবে বলবেন ?

*** অনুরুপভাবে ১০৪ টি আসমানী কিতাব অবতীর্ণ হওয়া নিয়ে যে হাদিস পাওয়া যায় বিতর্কিত রাবী’র কারণে মোহাদ্দিসগণ এবং শায়খ বিন বায রহ: সে হাদিসটি প্রত্যাখ্যান করেছেন । প্রত্যাখ্যাত এ হাদিসটি বর্ণনা পাওয়া গেছে ইব্নে হিব্বান হাদিস গ্রন্হে ।

সেখানে বলা হয়েছে ৫০ টি ছহীফা অবতীর্ণ হয় সাইয়্যিদুনা শীছ আ:’র উপর , ৩০ টি ছহীফা অবতীর্ণ হয় সাইয়্যিদুনা ইদ্রিস আ:’র উপর , ১০ টি ছহীফা সাইয়্যিদুনা ইব্রাহিম আ:’র উপর এবং ১০ টি ছহীফা অবতীর্ণ করা হয় সাইয়্যিদুনা মুসা আ:’র উপর ( তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ) ।”

এ হাদিসটির একজন রাবী বিতর্কিত ! ফলে অনেকে মুনকার বলেছেন ।

*** আল্লাহপাক পবিত্র কুরআনে নবী/ রসুল আ: ও কিতাবের সংখ্যা উল্লেখ না করে কেবলমাত্র ঈমান আনয়নের নির্দেশ দিয়েছেন বিভিন্ন আয়াতে । তিনি বলেন

امن الرسول بما انزل اليه .... و كتبه و رسله

সূরা আল বাক্বারা ১৩৬, ১৮৬
সূরা আন নিসা ১৩৬

*** পবিত্র কুরআনে সাইয়্যিদুনা ইব্রাহিম আ: ও সাইয়্যিদুনা মুসা আ:’র উপর ছহীফা বা ছোট কিতাব অবতীর্ণ করার কথা বলেছেন । তবে সংখ্যার উল্লেখ নেই । আল্লাহপাক বলেন

صحف ابراهيم و موسي

সূরা আল আ’লা শেষ আয়াত ।

*** অতএব, চূড়ান্ত কথা হলো নবী/ রসুল আ: ও কিতাবের সংখ্যা নির্ণয় করা ও বিশ্বাস করা জায়েজ নয় । বরং অবতীর্ণ কিতাব ও নবী/ রসুলদের আ: উপর আমরা ঈমান আনয়ন করলাম ।

MQM Saifullah Mehruzzaman 
সংকলনঃ আসলাম শেখ 

Comments

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা