💎লা-মাঝহাবী বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? লা-মাঝহাবী মানে কোন মাঝহাবের অনুসরণ না করাকে বুঝিয়ে থাকেন
🔊তাহলে সর্ব প্রথম-=-=-=-=-
💎লা-মাঝহাবী ব্যক্তি হলেন মুহাম্মাদ (স:)!
🔊তেমনি ভাবে-=-=-=-=-
💎 লা-মাঝহাবী ছিলেন➳ আবু বক্কর (রা:)!
💎লা-মাঝহাবী ছিলেন ➳ ওমর (রা:)!
💎লা-মাঝহাবী ছিলেন ➳ ওসমান (রা:)!
💎লা-মাঝহাবী ছিলেন ➳ আলী (রা:)!
🔊একই ভাবে-=-=-=-=-
💎ঈমাম আবু হানিফা(রহ:) তিনি কোন মাঝহাব মানতেন? তাঁর কোন মাঝহাব ছিল না। সুতরাং ঈমাম আবু হানিফা(রহ:) ও লা-মাঝহাবী ছিলেন।
💎 ঈমাম শাফি(রহ:) লা-মাঝহাবী!
💎 ঈমাম মালেক (রহ:) লা-মাঝহাবী!
💎 ঈমাম আহমদ ইবনে হাম্বল (রহ:) লা-মাঝহাবী!
💎৪০০হিজরীর পূর্ব পর্যন্ত সকলেই লা-মাঝহাবী!
💔 ৪০০হিজরীর পর কিছু ভ্রান্ত আলেম ইবিলিশের চক্রান্তে ঈমামগনের নাম ব্যবহার করে কুরআনকে অগ্রাহ্য করে, [নিসা:৫৯(৪র্থ বাক্য)], নুতন-বিদাতী মাঝহাব বানিয়ে ইসলাম ধর্মকে খন্ড- বিখন্ড করেছে (কুরআন:৬:১৫৯সুরা রূম:৩১-৩২ )।
বিঃদ্রঃ-ঃঃঃঃঃঃঃঃ
ইবলিশ ইতিপূর্বেও বিভিন্ন ধর্মকে একই ভাবে ৪ মাঝহাবে বিভক্ত করেছে। যেমন-
#হিন্দুদের: ১. ব্রাম্মন, ২. খৈত্রিয়, ৩. বৈশ, ৪. শুদ্র।
#ঈয়াহুদিদের: 1.Haredi, 2.Modern Orthodox, 3.Conservative, 4.Reform Judism.
#খ্রিস্টানদের: ১.রোমান, ২.ক্যাথলিক, ৩.প্রটেস্টেন্ট, ৪.ব্যাপ্টিস্ট।
#সুন্নি মুসলমানদের: ১.হানাফি, ২.শাফেয়ী, ৩.মালেকী, ৪.হাম্বলী।
আবার পাকিস্থান, ভারত, বাংলাদেশে হানাফিরা ৪টি।
১.বেরলভী/রেজভী, ২.(দেওবন্দ+তাবলীগ জামাত)/হেফাজতে ইসলাম, ৩.জামায়াতে ইসলামী/মাওদুদী, ৪,কাদিয়ানী/আহমদী।
শিয়া মুসলমানদের : ১.এসনে আশারিয়া, ২.ইসমাইলিয়া, ৩.জায়াদিয়া, ৪.(বোররা, আগা খানি, হায়দারী, ইত্যাদি)।.............
#প্রকৃত_পক্ষেঃঃ★ঃ★ঃ★ঃ★
★নবী বলেন, "সঠিক পথ 'আমি ও আমার সাহাবী সঙ্গীরা বর্তমানে যে মত ও পথের উপর আছি, সেই মত ও পথের উপর যারা থাকবে তারাই সঠিক ও সুপথ প্রাপ্ত!(তিরমিঝি:৫/২৬)
★মুসলিমদের জন্য একটি মাত্র দল নির্ধারিত আছে! (সুরা হজ্জ:৭৮)!
★নবী(স) বলেন, 'জান্নাতে একটি মাত্র দল যাবে! বাকীরা সবাই জাহান্নামী (তিরমিজি: ১৭১)
আল্লাহ মাঝহাবীদের বুঝার তৌফিক দিন। আমীন।।
Comments
Post a Comment