E-asking(ই-জিজ্ঞাসা)বিজ্ঞান-প্রযুক্তির এই যুগের কাছে শুধুমাত্র একটা
পিসি/ল্যাপটপ PC/Laptop থাকলেই আপ
নি আপডেটেড নন।আপনার
পিসি বা ল্যাপটপটি হতে হবে ভালো
কনফিগার ও স্পীডী Well configurations and Speedy । তবে যাদের পিসির র্যাম দূর্বল,তারা নিজেদের
পেনড্রাইভকে র্যাম হিসেবে ব্যবহার করে পিসি ফাস্ট করতে পারেন।
আপনাকে
পেনড্রাইভকে র্যাম হিসেবে ব্যবহার করার জন্য আপনার পিসিতে যা যা করতে হবে তা কয়েকটি ধাপে বিবরণ আকারে দেয়া হলো-
১.আপনার
পেনড্রাইভটি পিসিতে কানেক্ট(
connect pendrive on pc) করে তা সংযোগ পেয়েছে কিনা তা দেখে নিন।সংযোগ পেলে পেন্ড্রাইভ থেকে আপনার প্রয়োজনীয় ফাইল/ফোল্ডার ডকুমেন্টস সরিয়ে নিন।এবার
পেন্ড্রাইভটি "Format" করে নিন।(কুইক ফরম্যাট
Quick Format)।
২. দ্বিতীয় ধাপে আপনি
পেনড্রাইভ এ
মাউসের পয়েন্টার নিয়ে
মাউসের ডান পাশের বাটনে ক্লিক করুন,দেখবেন
প্রপার্টিজ "properties" লিখা।সেখানে ক্লিক করুন।right click and go to properties option.
৩.এবার
রেডি বোস্ট 'Ready boost' নামক একটি অপশন আসবে।অপশনটি এলে সেখানে ট্যাব(
Tab) করুন।এর পরে ইউজ দিস ডিভাইস এ যান('
Use this device')সেখানে ইউজ দিস ডিভাইসের পরে,
৪.আপনি সেখান থেকে চোজ ম্যাক্সিমাম স্পেস টু রিজার্ভ সিস্টেম স্পীড লিখাটি
(Choose maximum space to reserve system speed) সিলেক্ট করুন।
৫.এবার পঞ্চম ধাপে এসে আপনি প্রথমে আপিল ক্লিক করুন ও আপিল সম্পন্ন হতে দিন এবং এর
পরে ওকে ক্লিক করুন।Click Ok৬.হয়ে গেলে আপনার
পিসি/ল্যাপটপ PC or Laptop টি একবারের জন্য রিস্টার্ট Restart করে নিন।৭.বাস,,,হয়ে গেলো আপনার পেনড্রাইভটি আপনার পিসির র্যাম।
এছাড়াও ছবিসহ
পেনড্রাইভ টু র্যাম অথবা
PENDRIVE to RAM পদ্ধতিও দেখে আসতে পারেন।
Comments
Post a Comment