Smart phones/androides battary saver এন্ড্রয়েড ফোনের ব্যাটারির যত্ন।


E-ASKING(ই-জিজ্ঞাসা)
মোবাইল ফোনের ব্যাটারি সংরক্ষন / 
মোবাইলের ব্যাটারি সংরক্ষন অথবা 
এন্ড্রয়েড  ফোনের ব্যাটারির যত্ন বা  সংরক্ষনের উপায়গূলো কি?
আপনার হ্যান্ডসেটটি আইফোন iphone হোক কিংবা কোনো অ্যানড্রয়েড ডিভাইস অথবা ব্লাকবেরি Blackbarry বা অন্য যে কোন ধরণের স্মার্টফোনই Smart phone হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। আবার দামের
বেলাতেও দেখা যায় বেশ খানিকটা কম-বেশিও হতে পারে।তবে মূল্যের হেরফের বা সামান্য কম-বেশি কোনো ব্যাপার না।বরং আপনার সচেতন ব্যবহারের ওপরই নির্ভর করে একটি মোবাইলে/এন্ড্রয়েড ফোনের ব্যাটারির স্থায়িত্ব। তাই এর জন্য চাই একটু বাড়তি যত্ন ও সাবধানতা। এ জন্য জেনে
নিতে হবে কিছু সাধারন কৌশল,
এখন সকলেই দেখে নিন আপনার স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব বা আয়ু বাড়ানো বা সংরক্ষনের ১০ টি সহজ উপায়-
১ . আলোর মাত্রা কম রাখুন   Less Display Brightness : আপনার মোবাইলের পর্দার বা ডিসপ্লে এর আলো কমিয়ে রাখলে আপনার
মোবাইলের ব্যাটারি অনেক দিন পর্যন্ত
ভাল থাকবে এমনকি চার্জও বেশীক্ষন ধরে রাখা যাবে। এরজন্য প্রথমে আপনার
মোবাইলের সেটিং অপশনে গিয়ে। তারপর
আলো কমানোর অপশনে ক্লিক করুন।(যেমন Settings-Display-Home screen)এমন হতে পারে।
এমনকি home screen এ শুধু এক মিনিটেরও কম সময় পর্যন্ত
আলো রাখার নির্দেশনা দিন।৩০ সেকেন্ড দিলো আরো ভালো হয়।
২. মোবাইলের রেডিও সুইচ বন্ধ রাখুন switch off your radio: প্রয়োজন ব্যতীত বা অপ্রয়োজনের
সময় ফোনের জিপিএস/ব্লুটুথ/এনএফসি
ওয়াই-ফাই সংযোগ বন্ধ রাখুন। তাহলে আপনার মোবাইলের ব্যাটারি অনেকদিন সবল ভাবে টিকবে।
৩. নোটিফিকেশনস বন্ধ রাখুন turn off notifications: ফোনের
ইনকামিং ইমেইল বার্তা/ফেসবুক/হোয়াটস এপ/ ইমো ইত্যাদি অটোস্টার্ট
(নোটিফিকেশন) বন্ধ রাখুন।ক্ষেত্রবিশেষে আপডেট
ইমেইল e-mail জানার জন্য পিং সার্ভার  ping server টি চালু
রাখা যেতে পারে। এতে করেও ব্যাটারি
অনেকদিন ভাল ও স্থায়ী  থাকবে।
৪. মোবাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন Use wifi on smartphone:স্মার্টফোন থেকে  ইন্টারনেটে ঢুকতে চাইলে সেলুলারের চাইতে ওয়াই-ফাই ব্যবহার করা বেশি ভাল। কারন এতে করে
আপনার শখের স্মার্টফোনটির ওপর
অতিরিক্ত লোড পড়বে না। এর ফলে স্থায়িত্ব বাড়বে ব্যাটারির।
৫. স্মার্টফোনটি লক করে রাখুন Lock your phone when it doesn't use: ব্যবহারের সময় ছাড়া আপনার মোবাইল সবসময় বন্ধ(ডিসপ্লে লাইট)
রাখুন। কারণ তাতে করেও আপনি ফোন ও
বার্তা গ্রহণ করতে পারবেন। আর লক না
করলে যে কোনো সময় অসতর্কতাবশত  চাপ পড়ে এর বাটন কিংবা পর্দায় সমস্যা দেখা দিতে পারে।ফলে কমে যেতে পারে
ব্যাটারির আয়ু বা স্থায়ীত্ব।
৬. অ্যাপসের ব্যাপারে সতর্ক থাকুন Be careful using apps:
মোবাইলে ভিডিও দেখা কিংবা মাল্টিপ্লেয়ার
গেমগুলো বেশি খেললে ফোনের ব্যটারি
বেশি দিন দীর্ঘস্থায়ী হয়না। তাই গেম খেলা বা ভিডিও দেখা যতটা সম্ভব  এড়িয়ে চলতে হবে।তবে প্রয়োজনে ব্যবহার করতে হবে।
আবার ওয়েবে/অনলাইনে  গান শুনলেও ব্যাটারির ক্ষতি হয়।
৭. অ্যাপ বন্ধের পুরোপুরি ব্যাপারে নিশ্চিত হোন Be confirmed closing apps: কাজের পর এ্যাপগুলো ভালভাবে বন্ধ
করা নিশ্চিত করুন প্রয়োজন হলে আরও একবার চেক করুন।এবং সম্ভব হলে র্যাম খালি রাখুন।
৮. সঠিক তাপমাত্রায় ফোন রাখুন keep in suitable temperature :আপনার  হ্যান্ডসেটটি কখনোই অতিরিক্ত গরম কিংবা ঠান্ডায় রাখবেন না।এতে করে ব্যাটারির উপর এর বিরূপ প্রভাব পড়ে এবং এটি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভবনা দেখা দেয়। তবে গবেষনায় জানা গেছে ৩২ থেকে ৯৫ ডিগ্রী
সেলসিয়াস তাপমাত্রায় রাখলে ফোন
ভাল কাজ করে।
৯. সফটওয়্যারের সর্বশেষ ভার্সন টি ব্যবহার
করুন use latest varsion of software : যদি সম্ভব হয় তো সবসময় লেটেস্ট সব সফটওয়্যার latest software আপডেট করতে হবে। আপনার মোবাইলের শক্তি বাড়াতে এটি অবশ্যই অনেক বেশি কার্যকরি হয়। এর জন্য প্রয়োজনে ইউএসবি ক্যাবল বা প্রয়োজনে  ওয়াই-ফাই সংযোগও দেয়া যেতে পারে।
অতিরক্ত ব্যাটারি হাতের নাগালে রাখুন keep an extra battary near:
বর্তমানে অবস্থা বিবেচনা করে অনেক মোবাইলের সাথেই দুটো করে
ব্যাটারি দেওয়া হয় যার প্রধান কারণ ই
হলো অতিরিক্ত প্রোটেকশন।তাই
সবসময় দুটো ব্যাটারি হাতের কাছে না
বা সংগ্রহে থাকলে ভালো হয়।
তাহলে  প্রয়োজনীয় মূহূর্তে আর ব্যাটারি বিড়ম্বনা/ অসুবিধায় পড়তে হবেনা।
তাই এখন আপনি এই ১০টি সহজ ধাপে আপনার স্মার্টফোনের ব্যাটারির স্থায়ীত্ব বাড়াতে পারেন ছোট কিছু পদক্ষেপেই।
তথ্যসংগ্রহ করেছেন- মোঃ আসলাম

MD ASLAM

Comments

Post a Comment

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা