পিসির ফোল্ডার দুই ক্লিকে যদি ফাইল ওপেন না হয় তবে কি করনীয়? double click doesn't work on pc folder!!! what to do???

E-ASKING(ই-কিজ্ঞাসা)
আপনার কম্পিউটারে কাজ করতে গিয়ে হুট করে
দেখলেন, হার্ড ড্রাইভের আলাদা
ড্রাইভগুলোতে দুবার ক্লিকেও সেটি খুলছে
না।opps!!এটা ভাইরাসজনিত সমস্যা। এমন সমস্যা দেখা দিলে অনেক সময়
ড্রাইভ না খুলে অটোরানের কিছু তালিকা
দেখিয়ে সেটি খুলতে বলতে পারে। This
drive does not open কিংবা Restriction with
administrator বার্তা দেখিয়ে আপনাকে
থামিয়ে দিতে পারে।তবে কিছু সহজ স্টেপ ফলো করলে যা থেকে মুক্তি পাওয়া যায়।এমন অবস্থায় যা করবেন তা দেখুন E-ASKING এ ---
যা করবেন
কিছু ভাইরাস আপনাকে বিভ্রান্তিতে
ফেলার জন্য এমনভাবে সাজানো থাকে।
মূলত ভাইরাস কিছু খারাপ রেজিস্ট্রি
তৈরি করে বলে কাজে এমন বাধা আসে। এ
সমস্যা সারিয়ে নিতে স্টার্ট মেন্যু থেকে
রান প্রোগ্রাম চালু করুন। এখানে regedit
লিখে এন্টার চাপুন। রেজিস্ট্রি এডিটর
ওপেন হলে বামের তালিকা থেকে
HKEY_CURRENT_USER তে ক্লিক করে Software
এ ক্লিক করে আবার Microsoft ক্লিক করুন।
এখানে আবার Windows এ ক্লিক করে
CurrentVersion এ ক্লিক করে আবার Explorer এ
ক্লিক করে MountPoints 2 খুঁজে নিয়ে মুছে
(ডিলিট) ফেলুন। মনে রাখবেন, ভাইরাস
আক্রান্ত হলেই শুধু এই রেজিস্ট্রিটি মুছতে
হবে। অযথা মুছে ফেললে উইন্ডোজের
সিস্টেম ফাইল পড়ে যাবে। তাই জেনেবুঝে
কাজটি করতে হবে। যদি নির্দিষ্ট কোনো
ড্রাইভে দুই ক্লিক করে না খোলে, তাহলে
কি-বোর্ড থেকে Shift বোতাম চেপে ধরে
সেই ড্রাইভের ওপর মাউসের ডান বোতাম
চাপুন। ধরুন, আপনার কম্পিউটারের D:/
ড্রাইভ দুই ক্লিক করলে সেটি খুলছে না।
তাহলে কি-বোর্ড থেকে Shift বোতাম
চেপে ধরে ড্রাইভের ওপর মাউসের ডান
বোতাম চাপুন। তালিকা থেকে Open
command window here এ ক্লিক করুন। তাহলে
D:/ ড্রাইভের ওপর কমান্ড প্রমটের কাজ
করার জন্য নতুন উইন্ডো খুলে যাবে। এবার
সেখানে cd/ লিখে এন্টার চাপুন। পরের
লাইনে attrib-r-h-s autorun. inf হুবহু লিখে
আবার এন্টার চাপুন। পরের লাইনে আবার del
autorun. inf লিখে এন্টার চাপুন। অটোরান
প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে। এবার
কম্পিউটার রিস্টার্ট করে নিলে দুই ক্লিকে
ড্রাইভারখুলবে।লিখেছেন- রাকিবুল হাসান
তথ্যসংগ্রহ- SHEIKH TONYE

Comments

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা