- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। ইসলামের অত্যাবশকীয় বিষয় সম্পর্কে কুরআন ও সহীহ হাদিসের আলোকে এবং তার রেফারেন্সসহ আলোচনা সকল মুসলিম ভাইবোনদের কাছে পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার একটু সহযোগিতা পেলে এটি আরোও পূর্ণাঙ্গ রুপে প্রকাশ হবে ইনশাআল্লাহ। আমাদের প্রচেষ্টা শুধু আপনাদের কাছে শুদ্ধ ইলম ও আমলের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া। কারন "প্রত্যেকটি বিদ'আত ই ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার পরিনাম জাহান্নাম " আমাদের পূর্বপুরুষদের অনেক আমই এক্ষেত্রে অকার্য
বর্তমানে বিশ্বের তুমুল জনপ্রিয় অপারেটিং
সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। এক জরিপে দেখা গেছে দেশের স্মার্টফোন
ব্যবহারকারীদের ৮২ % অ্যান্ড্রয়েড
ফোন ব্যবহার করে থাকেন। কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন জনপ্রিয় হলেও এর ব্যবহার কিছু কমন সমস্যা পরিলক্ষিত হয়।আর এইসব কমন সমস্যা থেকে খুব সহজে
নিস্তার পেতে রয়েছে এর সহজ কিছু
সমাধান।যা E-Asking এর আজকের প্রসঙ্গ-
অ্যান্ড্রয়েড ফোনের ছয়টি কমন সমস্যা ও তার সমাধান---
১) এন্ড্রয়েড ফোনের স্পেস সমস্যা :
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সবচেয়ে
বড়ো সমস্যা হয়ে দাড়ায়
androide space problem এর স্পেসিং প্রব্লেম। আমরা যত দামি মোবাইল ফোন ব্যবহার করি না কেন, আমাদের আরোও বেশি যায়গার প্রয়োজন পরবেই।অ্যান্ড্রয়েড ফোনের হাজারো অ্যাপস এবং নানা ধরনের ব্যবহারের ফলে ফোনের অভ্যন্তরীণ স্পেস অনেকটাই দখল হয়ে যায়।তাই নিয়মিত ফোনের ইন্টারনাল স্টোরেজ Internal stores অথবা ফোন মেমোরির Phone Memory থেকে অ্যাপ সমূহ এসডি SD Card কার্ডে স্থানান্তর করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে করে আমাদের ফোনমেমোরির অনেকটা স্পেস খালি রাখা যাবে।আর ফোন সাবলিল গতিতে চলবে। এছাড়াও অনেক অ্যাপ্স আমরা ডিলিট Deleted করে ফেললেও ওই এপ্সের কিছু চেজ caches ফাইল আমাদের ডিভাইসের অভ্যন্তরেই রয়ে যায়।
ফলে ফোনটি অনেকটাই স্লো হয়ে যায়। আমরা এই চেজ chaches ফাইলগূলি ব্যবহারকারী ডিলিট করতে চাইলে ক্লিন
মাস্টার সিকিউরিটিজ(clean master security) ইনস্টল দিতে পারেন য চেজ ফাইল ডিলিট করার সুবিধার্থে।
২) র্যাম বুস্টার ব্যবহার : (Ram booster) আপনার এন্ড্রোয়েড ডিভাইসের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের র্যাম।ফ্রি র্যাম কম থাকা মানেই ফোন স্লো হওয়া বা ফোন হ্যাং করা অথবা লেগ হওয়া।এর জন্য আপনি ভালো মানের র্যাম বুস্টার Ram Booster ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রেও ক্লিন মাস্টার এপ্সটি আপনার চাহিদা মেটাতে পারবে। এর ফিচারে থাকা শর্টকাট
উইজেট widget দিয়ে আপনি এক ক্লিকেই র্যামকে বুস্ট করে নিতে পারবেন।
৩) ড্রপডাওন ম্যানুর ব্যবহারঃঅনেকক্ষেত্রে অতিরিক্ত সময় ধরে এপ্স ইউজের সময় অনেক এপ্স ব্যাকগ্রাউন্ড এ রানিং বা একটিভ থাকে। এর ফলশ্রুতিতে মন্থর গতিতে আপনার ফোনের কার্যিকারিতা কমতে থাকে বা হঠাৎ হঠাৎ স্লো হয়ে যায়।এর থেকে নিস্তার পেতে হলে ড্রপডাওন মেন্যু ব্যবহার করতে হবে।আলাদা আলাদা ডিভাইসে
ড্রপডাওন মেন্যু আলাদা হয়।কিন্তু অধিকাংশ ডিভাইসেরই হোম বাটনটি চেপে ধরে রাখলে ড্রপডাওন মেন্যু Dropdown menu/Dropdown list ভেসে উঠে,আপনার ডিভাইসে উল্লেখিত
মুহূর্তে কি কি অ্যাপ চালু আছে তা সেখানে আপনি দেখতে পাবেন । এবং শুধুমাত্র ডানে-বামে সুইপ করে আপনি তা মুছে দিতে পারেন।
৪) Bloatware apps: আপনার ডিভাইসে ফ্যাক্টরি সেটাপ হিসেবেই কিছু কিছু অ্যাপ দেয়া থাকে আর এই এপ্সকেই বলে Bloatware। এই apps আপনে কখনো ইউজ করেন না।আর এগুলো রিমোভ করাও সম্ভব না।এমনকি যদি ডিভাইস ফ্লাস ও করেন তবুও এই এপ্স থেকেই যাবে।এতে এক যেমন আপনার প্রয়োজনীয় ডিভাইস মেমোরি এরা দখল নেন তা নয়,এরা আপনার র্যামের ও জায়গা দখল করে বসে থাকে।।ডিভাইস রুট করে এর থেকে পরিত্রান পেতে পারবেন। তবে প্রশ্ন রুট ছাড়া সেটে আপনার করণীয় কি হবে?
এর সমাধানে আপনি ডিভাইসের অ্যাপ সেটিংসে গিয়ে যে যে অ্যাপ্স আপনার কোনো কাজেই লাগবেনা মনে করেন সেই এপ্সে ক্লিক করে ডিজেবল করে দিন। এতে ওই অ্যাপস আর আপনার কোন প্রব্লেম ক্রিয়েট করতে পারবেনা।
৫)Device crashes/freezing সম্পর্কেঃ
অনেক ডিভাইসেই এমনটা হয়ে থাকে যে,
ডিভাইসটি হঠাৎ হ্যাং রয়েছে,অথবা
রানিং অবস্থায় কোন অ্যাপ এমন ভাবে হ্যাং হয়ে যায় যে, দেখলে মনে হবে ডিভাইসকে কেও ফ্রিজে রেখে জমিয়ে দিয়েছে।এমন হলে আপনার কি করণীয় ?
তবে এটা জানার আগে জানা উচিত যে কেনো এমন হয়?এরপরে যেসকল কারণে এমনটা হওয়ার আশঙ্কা হয় তা পরিহার করা। বিভিন্ন ফোরাম থেকে, সাইট থেকে আমরা অনেক সময় সরাসরি এপিকে example.apk ডিভাইসে ডাউনলোড এবং তা ইন্সটল করে এমনটা করলে ফোন না ডিভাইছে অনেক জানা অজানা ক্ষতিকর ভাইরাস ঢুকে যায়। এবং যা আপনার, ডিভাইসে এক সাথে বেশ
কিছু অ্যাপ রানিং/সচল রাখায় অনেক সমস্যা সৃষ্টি করে।
এতে সেটের মাল্টি টাস্কিং ক্ষমতা কমিয়ে
দেয়। এক্ষেত্রে আপনার উচিত হবে
কোনো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করার পূর্বেইদেখে নেয়া ভালো হয়যে ওই অ্যাপ এর রিক্স লেভেল
কত আছে!আপনার ডিভাইসে বিভিন্ন হাই রিস্ক এপ্স ইন্সটল করা থেকে বিরত থাকুন।আর এই রিস্ক চেকার হিসেবে রয়েছে অন্য একটি এপ্স।
তার নাম গুগোলের প্লে স্টোরে নাম সার্চে অ্যাপ রিক্স দেখার অনেক অ্যাপ আপনি পাবেন। তেমিনি Clueful app একটি অ্যাপ।
৬)ডিভাইস ব্যাটারি লাইফঃবর্তমানে দেশে
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য
সবচেয়ে বেশি যেটি চিন্তার ভাজ ফেলে,ব্যাটারি লাইফ । হবেইবা না কেনো?
অগনিত প্রোগ্রাম চলতে থাকলে নিশ্চয়ই বেশি ব্যাটারি পাওয়ার লাগবেই। স্মার্টফোনে যদি আপনি থ্রিজি নেট ব্যবহার করেন তবে খুব কম ফোনেই বাজারে রয়েছে
যা শুধুমাত্র এক চার্জ দিয়ে চালানো সম্ভব।
এর ফলে আপনাকে দৈনিক অন্ততপক্ষে দুবার করে চার্জ করতেই হবে। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়াতে ব্যাটারি ডক্টর নামের অ্যাপ
আপনি ব্যবহার করতে পারেন এবং এতে অন্যন্য অনেক সুবিধা পাবেন যার সাহায্যে আপনি সহজেই আপনার ডিভাইসের ব্যাটারি পাওয়ার বা লাইফ বাড়াতে পারবেন।
আজ এখানেই শেষ করি, অ্যান্ড্রয়েড ফোন
ইউজাররা ফোন সম্বন্ধে আরও অনেক টিউটোরিয়ালস ও টিপস পেতে দি ই-জিজ্ঞাসা এর সাথেই থাকুন।এবং অন্যন্য বিষয় যেমন পিসি, ল্যাপটপ, মোবাইল ও এন্ড্রোয়েড ডিভাইসের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করুন।সমাধান দিতে পূর্ণ চেষ্টা করবো ইনশা আল্লাহ*
ধন্যবাদান্তে-
মো: আসলাম
Comments
Post a Comment