Posts

Showing posts from June, 2021

মহিলাদের বাইক বা গাড়ি চালানো কিংবা পাবলিক বাসে উঠার ব্যাপারে ইসলাম কী বলে?(ইসলামি জিজ্ঞাসা)

Image
______________________________________ প্রশ্ন: কোথাও যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের জন্য পাবলিক গাড়ি না কি লেডিস বাইক ব্যবহার করা উত্তম? উত্তর: মহিলাদের একান্ত জরুরি প্রয়োজনে বাইরে কোথাও যাওয়ার দরকার হলে পাবলিক বাস কিংবা ব্যক্তিগত মটর বাইক বা নিজস্ব গাড়ি ব্যবহার করা কোনটাই নাজায়েজ নয়। এগুলোর মধ্যে যেটা তার জন্য সুবিধাজনক ও অধিক নিরাপদ মনে হয় সেটাই সে ব্যবহার করবে।তবে কোথাও কোথাও পাবলিক বাসের চেয়ে ব্যক্তিগত লেডিস বাইক ব্যবহার করা অধিক নিরাপদ হতে পারে। ★শাইখ আলবানিকে এক ব্যক্তি প্রশ্ন করল, মহিলাদের জন্য কি গাড়ি চালানো বৈধ? তিনি বললেন, মহিলারা গাধা চালাতে পারলে গাড়িও চালাতে পারবে। প্রশ্নকারী বলল: গাধা ও গাড়ির মধ্যে তো পার্থক্য আছে। তিনি বললেন: কোনটা পর্দার জন্য বেশি উপযোগী? গাধায় ওঠা না কি গাড়িতে ওঠা?" [উৎস: সিলসিলাতুল নূর ওয়াল হুদা, ক্যাসেট নং ৫৫৪, ৪৭তম মিনিট] অর্থাৎ শাইখ বলতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এর যুগে মহিলা সাহাবিগণ উট, গাধা, ঘোড়া ইত্যাদি হাঁকাতে পারলে বর্তমান যুগে মহিলারা গাড়ি হাঁকাতে পারবে না কেন? বরং গাধা-ঘোড়ার চেয়ে বর্তমান যুগে গাড়ি তার পর্দার জন্য...

Popular posts from this blog

সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman

মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা