- Get link
- X
- Other Apps
Posts
Showing posts from October, 2020
কোলাপাড়ায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Get link
- X
- Other Apps

বাংলাদেশের মানবাধিকার কল্যাণ ট্রাস্ট BHRWT শ্রীনগর উপজেলা কমিটির উদ্যোগে এবং কোলাপাড়া ইউনিয়নের আয়োজনে একটি মত বিনিম সভার আয়োজন করা হয়। রাজন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিতি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শ্রীনগর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি আসলাম আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন নন্দী, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন মৃধা ও ইব্রাহীম শেখ, সুহ সম্পাদক সজল খান এবং দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল সহ অন্যান্য ব্যক্তিগত। এছাড়াও কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আরোও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কোলাপাড়া ও কুকুটিয়া ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করে দ্রুত মুল কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে তাগিদ দেয়া হয়। সভায় কোলাপাড়া ইউপি চেয়ারম্যান সহ মূল্যবান বক্তব্য রাখেন সভাপতি আসলাম আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল। গঠনমূলক বক্তব্যের শেষে শ্রীনগর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আয়োজক কমিটির হৃদয় শেখ,রাজন আহমেদ, মাসু...
Popular posts from this blog
সালাম দেয়া, সালামের গুরুত্ব ও এর প্রসার -Habibur Rahman
>>> সালাম মহান আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ লাভ কর। (নুর ২৪: ২৭) আল্লাহ অন্যত্র বলেন, "যখন তোমাদেরকে সসম্মানে সালাম প্রদান করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তমরূপে জওয়াবী সালাম দাও কিংবা (কমপক্ষে) অনুরূপভাবে দাও, নিশ্চয়ই আল্লাহ (ক্ষুদ্র-বৃহৎ) সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। (নিসা ৪: ৮৬) >>> আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল (ছাঃ) কে জিজ্ঞাসা করল, কোন ইসলাম (তার কোন কাজ) উত্তম! তিনি বললেন, (অভুক্তকে) খানা খাওয়ান এবং যাকে চিন এবং যাকে চিন না সবাইকে সালাম করা (বুখারী, মুসলিম) >>> আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক। যথা- যখন সে রোগে আক্রান্ত হয় তখন তার সেবা-শুশ্রুষা করবে। সে মৃত্যুবরণ করলে তার জানাযা ও দাফন-কাফনে উপস্থিত থাকবে। দাওয়াত করলে তা গ্রহণ করবে। সাক্ষাৎ হলে তাকে সালাম দেবে। হাঁচি দিলে (يرحمك الله বলে) তার জওয়াব দেবে ...
মাজহাবের আদ্যপ্রান্ত!! এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ব্যখ্যা - ইসলামি জিজ্ঞাসা
ইসলামি জিজ্ঞাসা মাজহাবের আদ্যপ্রান্ত!! এই সম্পূর্ণ পোষ্টটি মনযোগ দিয়ে পড়লে যেকোনো অন্ধ মাজহাবী মাজহাব বাদ দিয়ে কুরআন ও সহিহ হাদীসের আলোকে চলবে, ইনশাআল্লাহ। আশা করি সবাই পোষ্টটি মনযোগ দিয়ে পড়বেন। যেহেতু পোষ্টটি দেখেছেন তাই প্লীজ পুরো পোষ্টটি মনযোগ দিয়ে না পড়ে যাবেননা। আর হ্যাঁ, সম্পূর্ণ পোষ্ট না পড়ে কেউ কমেন্ট করবেননা। মাজহাব একটি আরবি শব্দ এর বাংলা অর্থ হলো মত বা কারো দেখানো পথ বা পদ্ধতি। নবী কারিম (সঃ) বেঁচে থাকাকালীন মাজহাবের উৎপত্তি হয়নি এবং রাসুল (সাঃ) বেঁচে থাকায় মাজহাবের প্রয়োজনও হয়নি। নবী কারিম (সাঃ) এর মৃত্যু হবার পর প্রায় ৩৫০ এর বেশি বছর পর মাজহাবের উৎপত্তি। ইসলাম ধর্মের চার ইমাম; ইমাম আবু হানিফা (রঃ), ইমাম শাফেয়ী (রঃ), ইমাম আহমাদ হাম্বলি (রঃ), ইমাম মালিকী (রঃ) এর মাধ্যমে মাজহাবের উৎপত্তি ঘটে। এখন মূল কথায় আসি। নিঃসন্দেহে আমাদের আল্লাহ এক, রাসূল (সঃ) একজন, এবং রাসূলে কারিম (সঃ) এর সালাত সারাজীবন একরকম ছিল । উনি সকালে একরকম, বিকালে আরেকরকম, রাত্রে আরেকরকম, কিংবা ভোররাত্রে ভিন্ন রকম স্টাইলে সালাত আদায় করেন নি । রাসূলে কারিম (সঃ) এর সালাত ছিল সব সময় একরকম । তাহলে রাসুল (সঃ) এ...